বাঁধ ভেঙে সাতক্ষীরায় ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার কোলা এলাকার প্রায় ২৫০ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এতে উপজেলার কোলা, হিজলিয়া, মাড়িয়ালা, কলিমাখালী ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ভেসে গেছে তিন শতাধিক মৎস্যঘের।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বাঁধ ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এসও আবুল হোসেন জানান, জোয়ার নেমে গেলে স্থানীয়দের নিয়ে বাঁধ সংস্কারের চেষ্টা করা হবে।