বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে হত্যা মামলার এক আসামি পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোর ৩টার দিকে মদিনা ব্রিকফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, হত্যা মামলার ৩ নম্বর আসামি নুরুল আনসার কানু পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তার বিরুদ্ধে ১০-১২টি মামলা রয়েছে।
ওসি জানান, রাত ৩টার দিকে কয়েকজন সন্ত্রাসী মদিনা ব্রিকফিল্ডে অবস্থান করছে খবর পেয়ে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে। পুলিশ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় হাফেজ খালিদ বিন ওয়ালিদ ও হাফেজ ইব্রাহিম নিহত হন।