বাংলাদেশকে কোভিড-১৯ টিকার আরও ১ কোটি ডোজ দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও ১ কোটি ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার অনুদান দিল দেশটি।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে আরও ১ কোটি ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার ডোজ অনুদান দিয়েছে, যাতে করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী কিশোর বয়সী ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রমের সম্প্রসারণ অব্যাহত রাখতে পারে।

এ অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার ডোজ সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত যে পরিমাণ কোভিড-১৯ টিকা পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।