বাংলাদেশসহ বিশ্বব্যাপী অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সায়মা ঘটিয়েছেন

নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে অবদান রাখায় এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত ও বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত নিযুক্ত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্বব্যাপী অটিজম সনাক্তকরণ, আক্রান্তদের দুর্ভোগ হ্রাস এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্যানেলের সদস্য ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসেবে নিযুক্ত সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তার বহুমুখী উদ্যোগ গ্রহণ করায় অটিজম শিশুরা আজ আর অবহেলিত নয়।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সায়মা ওয়াজেদ হোসেন বিপ্লব ঘটিয়েছেন। তার উদ্যোগ, আন্তরিকতা, সহযোগিতা ও বহুমুখী তৎপরতার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরো-ডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)। যা দেশের অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শ্রেষ্ঠতম অবদান রাখাসহ এ বিষয়ে প্রশিক্ষণ, চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।