বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি: কঙ্গনা

বলিউডের ‘বিতর্কিত কুইন’ খ্যাত নায়কা কঙ্গনা রানাউত। প্রায়ই বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম উঠেন আসেন তিনি। এবার তিনি মমতাকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত কথা বললেন বাংলাদেশ ও রোহিঙ্গাদের নিয়ে।

রোববার (২ এপ্রিল) টুইটারে কঙ্গনা লিখেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।’ এই লেখার নিচে তিনি হ্যাশট্যাগ দেন ‘ইলেকশন ২০২১’।

এছাড়াও পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা। পশ্চিমবঙ্গে যখন বিজেপির ভরাডুবির ইঙ্গিত স্পষ্ট তখন এমন বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।

নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নেন তিনি।