বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশে নিতে অপেক্ষা করতে হবে ৪ বছর

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের ক্ষেত্রে গত অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়েছে। তবে চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার কমিয়েছে। ওই দুই অর্থবছরেই প্রবৃদ্ধির হার ৬ শতাংশের মধ্যে সীমিত থাকবে। তবে ৭ শতাংশ প্রবৃদ্ধির বৃত্তে প্রবেশ করতে হলে আরও ৪ বছর অপেক্ষা করতে হবে। ২০২৭-২৮ অর্থবছরে গিয়ে প্রবৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে।

এদিকে চলতি অর্থবছরে সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি আরও বাড়বে। ফলে চলতি অর্থবছরেও ডলার সংকট অব্যাহত থাকবে। তবে মূল্যস্ফীতির হার কমে আসবে। গত অর্থবছরে এ হার ৯ দশমিক ৭ শতাংশে ওঠেছিল। চলতি অর্থবছর শেষে তা কমে ৭ দশমিক ২ শতাংশে নামতে পারে।

মঙ্গলবার প্রকাশিত আইএমএফ’র ‘ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক অক্টোবর ২০২৩’ বা ‘বিশ্ব অর্থনীতির পূর্বাভাস অক্টোবর ২৩’ শীর্ষক এক প্রতিবেদনে আইএমএফ বাংলাদেশ সম্পর্কে এই পূর্বাভাস দিয়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠক উপলক্ষ্যে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতির গতি-প্রকৃতির পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে বলা হয়, অনেক দেশই জিডিপির ইতিবাচক ধারায় ফিরবে। মূল্যস্ফীতির হার কমে আসবে। তবে দরিদ্র দেশগুলোসহ কিছু উন্নত দেশকে বড় ধরনের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে। এর নেতিবাচক প্রভাব স্বল্প আয়ের দেশগুলোতেও পড়বে। অনেক দেশে বৈশ্বিক ঋণ সংকট বাড়বে। সুদের হারের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে।

প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, গত অর্থবছরে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছিল গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ। আগের চেয়ে প্রবৃদ্ধির হার দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে মার্চ পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে সরকার গত অর্থবছরে প্রথমে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছিল। পরে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশ করেছে।

আগে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। এবারের প্রতিবেদনে তা কমিয়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা বলেছে। ২০২৭-২৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭ শতাংশের বৃত্ত অতিক্রম করতে পারে। এর আগে প্রবৃদ্ধি ৬ শতাংশের বৃত্তেই ঘুরপাক খাবে। তবে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার সময় এক প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে আইএমএফ বলেছিল ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির বৃত্ত ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এরপর থেকে ধারাবাহিকভাবে ৩ বছর প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে থাকবে। এবারের প্রতিবেদনে বলেছে, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে বাংলাদেশকে আরও ৪ বছর অপেক্ষা করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি চলতি অর্থবছরে গত অর্থবছরের তুলনায় আরও বাড়বে। ২০২১-২২ অর্থবছরে এ হিসাবে রেকর্ড ঘাটতি হয়েছিল জিডিপির ৪ দশমিক ১ শতাংশ। গত অর্থবছরে তা কিছুটা কমে জিডিপির আকারের দশমিক ৭ শতাংশ হয়েছে। চলতি অর্থবছরে তা সামান্য বেড়ে জিডিপি দশমিক ৮ শতাংশ হবে। এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্টে এ হিসাবে উদ্বৃত্ত রয়েছে। আগামীতে এ হিসাবে ঘাটতি বেড়ে যাবে।

সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি মানেই হচ্ছে, বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হবে। এতে ওই হিসাবে ঘাটতি হবে। এ ঘাটতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে ডলার সংকট চলতি বছরেও অব্যাহত থাকবে। এখনো প্রকট ডলার সংকট মোকাবিলা করতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৭ শতাংশে ওঠেছে। চলতি অর্থবছরে তা কিছুটা কমে ৭ দশমিক ২ শতাংশে নামতে পারে।

বৈশ্বিক অর্থনীতি সম্পর্ক আইএমএফ বলেছে, বৈশ্বিক অর্থনীতিতে স্বাভাবিক ফিরিয়ে আনার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি উপকরণের মূল্য বৃদ্ধি ও সুদের হার বৃদ্ধিজনিত কারণে বৈদেশিক ঋণ সংকট। নীতি সুদের হার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকুচিত করে বৈশ্বিকভাবে মূল্যস্ফীতির পাগলা ঘোড়ায় লাগাম টানা হয়েছে। কিন্তু জ্বালানি উপকরণের দাম বাড়লে বৈশ্বিকভাবে মূল্যস্ফীতির লাগাম ছিঁড়ে আবার ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ওপেকের দেশগুলো জ্বালানির উৎপাদন কমিয়ে তারা দাম বাড়াতে চাচ্ছে। এটি বৈশ্বিক অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করবে।

আইএমএফ বলেছে, করোনা মহামারি ও যুদ্ধের ধাক্কা কাটিয়ে সব দেশ সমানভাবে এগোতে পারছে না। ইতোমধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ইউরো অঞ্চল এখন চড়া মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করছে। বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় কর্মসংস্থান হচ্ছে না। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩ শতাংশে নেমে আসবে। আগের বছরে যা ছিল ৩ দশমিক ৫ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে তা আরও কমে ২ দশমিক ৯ শতাংশে নামতে পারে। অর্থাৎ ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতি আরও খারাপ হতে পারে। ওই বছরে অর্থনীতিতে চ্যালেঞ্জের মাত্রাও বাড়বে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি কমবে, তবে ইউরো অঞ্চলে বাড়বে। যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি চলতি বছরে হবে ২ দশমিক ১ শতাংশ। আগামী বছরে হবে দেড় শতাংশ। ইউরো অঞ্চলে একই সময়ে প্রবৃদ্ধি দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ২ শতাংশ হবে। জার্মানি বেশ কঠিনভাবেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। চলতি বছরে তাদের কোনো প্রবৃদ্ধি হবে না। তা নেতিবাচক দশমিক ৫ শতাংশ হবে। আগামী বছরে দেশটির প্রবৃদ্ধি দশমিক ৯ শতাংশ হতে পারে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের প্রবৃদ্ধি ১ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ১ শতাংশ হতে পারে। ভুটানের প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ থেকে কমে আগামী বছর ৩ শতাংশ হতে পারে। চীনের প্রবৃদ্ধি চলতি বছরে হবে ৫ দশমিক ৩ শতাংশ। আগামী বছর তা কমে ৪ দশমিক ২ শতাংশ হতে পারে। ভারতের প্রবৃদ্ধি চলতি ও আগামী দুই বছরেই ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে। মালয়েশিয়ার প্রবৃদ্ধি ৪ শতাংশ থেকে বেড়ে আগামী বছর ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে। মালদ্বীপের প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হতে পারে। মায়ানমারের প্রবৃদ্ধি চলতি ও আগামী বছর ২ দশমিক ৬ শতাংশে সীমিত থাকতে পারে। নেপালের প্রবৃদ্ধি দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হতে পারে। থাইল্যান্ডের প্রবৃদ্ধি চলতি বছর ২ দশমিক ৭ শতাংশ এবং আগামী বছরে তা বেড়ে ৩ দশমিক ২ শতাংশ হতে পারে। এছড়া প্রবল অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকার কোনো প্রবৃদ্ধি হবে না বলে সংস্থাটি আভাস দিয়েছে।