‘বাংলাদেশের যে কোনো সহায়তায় যুক্তরাষ্ট্রের মানুষ পাশে থাকবে’

বাংলাদেশের যে কোনো সহায়তায় যুক্তরাষ্ট্রের মানুষ পাশে থাকবে বলে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, শিগগিরই কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ লাখ টিকা আসবে বাংলাদেশে। টিকার ক্ষেত্রে বাংলাদেশ সবার আগে অগ্রাধিকার পাবে বলেই জানিয়েছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিচালিত হলি ফ্যামেলি হাসপাতালে মেডিকেলসামগ্রী বিতরণ করে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের এমন সহায়তা অব্যাহত থাকবে বলেও এমন প্রত্যাশার কথা জানান সংশ্লিষ্টরা।

১৯৫৩ সালে সিস্টারস অব ফিলা ডিল নামে এক মিশনারি প্রতিষ্ঠান ঢাকায় স্থাপন করে এ হাসপাতাল। স্বাধীনতার আগে পর্যন্ত তাদের হাত ধরেই চলে প্রতিষ্ঠানটি।

রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিচালিত হলি ফ্যামেলি হাসপাতাল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা এবং বহু নাগরিকের জন্য ছিল চিকিৎসাসেবার নিরাপদ আশ্রয়স্থল।

আর্থিক সংকটের কারণে আটকে থাকে চিকিৎসক ও নার্সদের কয়েক মাসের বেতন। যদিও আবারও হারানো গৌরব ফিরে পেতে লড়ছে হলি ফ্যামেলি হাসপাতাল। বদলে যাওয়া সেই গল্পে এবার সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র।