বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না

অর্থনৈতিক প্রতিবেদক : কোনো অপতৎপরতা বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পকে বাংলাদেশের অর্থনীতির শীর্ষ গুরুত্বপূর্ণ শিল্প খাত। বাংলাদেশের উদীয়মান এ শিল্প খাত নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং এখনো আছে। এখাতে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগীরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস (প্রা.) লিমিটেড যৌথভাবে আয়োজিত তৈরি পোশাক এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট প্রিন্ট টেক বাংলাদেশ, গারটেক্স বাংলাদেশ এবং বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ত্রিমাত্রিক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিআইএএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম খান, বিএফএলএলএফইএ এর প্রতিনিধি শাহজালাল মজুমদার, বিজিএপিএমইএ এর সভাপতি মো. আব্দুল কাদের খান, বিইএমইএ এর সভাপতি মো. শাহনেওয়াজ চৌধুরী, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী আলী, বাংলাদেশ সাইন ম্যাটারিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেন মোহাম্মদ ইমরান এবং লেদার ইঞ্জিনিয়ারস অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এ কে এন মুশফিকুর রহমান। শিল্পমন্ত্রী বলেন, বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। বাংলাদেশ এখন তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৩০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। বহির্বিশ্বে একই ধরনের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও সরকার এবং উদ্যোক্তাদের দৃঢ়তায় বাংলাদেশি চামড়া শিল্প খাত অব্যাহত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। গত এক দশকে আমাদের জুতা রপ্তানির পরিমাণ ৭ গুণ বেড়েছে। উল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১৩টি দেশ থেকে তৈরি পোশাক ও চামড়া শিল্প সংশ্লিষ্ট ২২৩টি শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সাড়ে ৪ শতাধিক স্টলে এসব প্রতিষ্ঠান নিজেদের উৎপাদিত পণ্য, প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করছে। এটি শিল্প কারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তির স্থানান্তরে মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়া শিল্প খাতের গুণগত পরিবর্তনে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।