বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : প্রথম টেস্টে আশা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে যে পরিমাণ লড়াই করেছে সেটা প্রশংসার দাবিদার। শেষ পর্যন্ত জয়টি পেলে সেটা হত বাংলাদেশের জন্য সোনায় সোহাগা।

প্রথম টেস্টটি ২২ রানে জিতে নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। যা মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস।

প্রথম টেস্টে খেলা শফিউল ইসলাম ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই। তবে ঢাকা টেস্টের স্কোয়াডে নতুন দুই মুখ মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশীষ রয়। আগামীকাল এই দুজনের অভিষেক হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও সুবিধা পেতে পারেন স্পিনাররা। মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন।

তার আগে চলুন দেখে নিই ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
. তামিম ইকবাল (সহ-অধিনায়ক)
২. ইমরুল কায়েস
৩. মুমিনুল হক
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক)
৬. সাকিব আল হাসান
৭. মোসাদ্দেক হোসেন সৈকত/সৌম্য সরকার
৮. সাব্বির রহমান
৯. মেহেদী হাসান মিরাজ
১০. তাইজুল ইসলাম
১১. শুভাশীষ রয়/কামরুল ইসলাম রাব্বি