বাংলাদেশের ৮০ ভাগ বিবাহিত পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার : নোবেলম্যান

জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতা দিয়ে দুই বাংলায় কেতাদুরস্ত বলে গণ্য হয় মাঈনুল আহসান নোবেল। পুরনো দিনের জনপ্রিয় সব গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু মাঝে কিছু বিতর্কিত কথাবার্তা বলে সমালোচনার মুখে পড়েন এই গায়ক।

কিন্তু আলোচনায় থাকতে তার সমকক্ষ এদেশের শোবিজে কেউ নেই৷ নানা রকম মন্তব্য, সোশাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে বিতর্ক ছড়ান তিনি। সম্প্রতি তিনি আবারো সমালোচনায় আসে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে।

নোবেল লেখেন, “ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানষিক নির্যাতনের স্বীকার। বিষয়টা একবার ভেবে দেখবেন।”

এরপর আনেকেই প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনিও কি বউয়ের হাতে নির্যাতিত হন প্রতিদিন? কেউ কেউ আবার সমর্থনও জানিয়েছে। আবার কেউ কেউ নিতান্তই মজার ছলে নিয়েছে নোবেলের এই পোষ্ট।