‘বাংলাদেশে আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায়,দেশের মানুষ গর্বিত’

নিজস্ব প্রতিবেদক : ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্য  সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে বিদেশিদের কাছে দেশের সম্মানহানি করার একটি অপকৌশল।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বাংলাদেশে আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে । সমস্ত জাতি এই সম্মেলনের জন্য গর্বিত। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে এই সম্মেলন একটি মাইলফলক হিসেবে কাজ করবে।’

‘বাংলাদেশে এই সম্মেলন সরকারের সিদ্ধান্তে কিংবা জাতীয় সংসদের সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে না। এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আইপিইউ কাউন্সিলের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে। এক বছর আগের গৃহীত সিদ্ধান্তেই বাংলাদেশে আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি বাংলাদেশের জন্য গর্বের, বাঙালি জাতির জন্য গর্বের। সরকারের জন্য গর্বের,’ বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘আইপিইউর পরবর্তী সম্মেলন আগামী বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত যখন গৃহীত হয় তখন ইউক্রেন আপত্তি জানিয়েছিল। বাংলাদেশে অনুষ্ঠানের ব্যাপারে কোনো সদস্য রাষ্ট্র আপত্তি জানায়নি। কিন্তু আমাদের জন্য লজ্জা ও দুঃখ আজকে যখন আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলন নিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি আপত্তি জানাচ্ছে। বিএনপি যে বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রার পথে একটি অন্তরায়, সেটি তারা গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে আইপিইউ সম্মেলন নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রমাণ করেছে।’

আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপির মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ আরো বলেন, ‘এই সম্মেলন ১৭৩টি দেশের সর্বসম্মতিক্রমে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তার অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেলকে পাঠিয়েছেন তার বার্তা দিয়ে। তার বার্তাটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পড়ে শোনানো হয়েছে। সম্মেলনে পৃথিবীর ৪৫টি দেশের স্পিকাররা অংশগ্রহণ করছেন। সেই সম্মেলন নিয়ে আপনারা যে প্রশ্ন উত্থাপন করেছেন, এতে আপনাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে এবং আপনারা যে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রার অন্তরায় তা গতকাল আবারো প্রকাশ করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলে আইপিইউ সম্মেলন বাংলাদেশে হতো না। এটি শুধু বাংলাদেশ সরকারের সফলতা নয়, রাষ্ট্রের সফলতা নয়, গোটা জাতির সফলতা। তাই আপনাদের বক্তব্য শুধু দেশবিরোধী নয়, গণতন্ত্রবিরোধী ও আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন। বিদেশিদের কাছে বাংলাদেশের সম্মানহানি করে হেয় করার একটি অপকৌশল ছাড়া অন্য কোনো কিছু নয়।’ বিএনপির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসাইন, আনোয়ার হোসেন, মারুফা আকতার পপি।