বাংলাদেশে গুম-খুন ও ভোট কারচুপি শুরু করেছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে গুম-খুন ও ভোট কারচুপি শুরু করেছিলেন জিয়াউর রহমান’।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সভায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। যারা আগুন সন্ত্রাস করে তাদের মুখে মানবতা ও মানবাধিকারের কথা শুনতে হয়’।

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার আগে চিন্তা করি এতে দেশের কী উন্নয়ন হবে। কমিশনের কথা চিন্তা করে শেখ হাসিনা কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে না। আমরা কখনো ধার করে ঘি খাই না। এমন অবস্থা না যে কারও কাছে আটকে পড়ে যাবো। আমরা ঋণ সতর্কতার সাথে নিচ্ছি এবং সময়মতো তা পরিশোধ করে দিচ্ছি’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা করতে বলেছি। আমরা তাদেরকে রিলিফ (ত্রাণ) পাঠাবো। ’

শেখ হাসিনা বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি, সেই হিসেবেই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। কাজেই আমরা মানবতার সেবায় পাশেই আছি। ’

বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর যারা বিত্তশালী আছে তাদের বলবো শুধু নিজেরা খেয়ে পরে ভালো থাকলে চলবে না। আশে-পাশে কারা কষ্টে আছে তাদের দিকে তাকান, তাদের সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। এটিই আওয়ামী লীগের শিক্ষা। এটিই জাতির পিতার শিক্ষা।’