বাংলাদেশে ব্যবসা পরিচালনা, ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট

বিশ্বের অন্যতম বৃহৎ টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) মাইক্রোসফটকে এই নিবন্ধন প্রদান করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট।

নিবন্ধন নেওয়ায় মাইক্রোসফট এখন থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে। ফলে তাদের রিটার্ন যাচাই-বাছাই অর্থাৎ অডিট করতে পারবে ভ্যাট কর্তৃপক্ষ।

মাইক্রোসফটের বিআইএন গ্রহণ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানান, ‘দেশে যেসব অনাবাসী প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রচার করে এর মধ্যে ফেসবুক, গুগল ও আমাজনের পর ভ্যাট নিবন্ধন নিয়েছে মাইক্রোসফট। এর ফলে এখন থেকে আমাদের নিকট রিটার্ন দাখিল করবে এই প্রতিষ্ঠানটি। আমরা অডিট করতে পারব।’

তিনি বলেন, এসব প্রতিষ্ঠান নিবন্ধন নেওয়ার সুবিধা হলো তারা রিটার্ন দাখিল করবে সেগুলো যাচাই-বাছাই করা যাবে। আমরা অডিট করতে পারব, তারা কমপ্লায়েন্স কিনা সেটাও যাচাই করা যাবে।

উল্লেখ্য, মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে থাকে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। সে জন্য ইয়াহু যেসব সেবা দেয় তার বিপরীতেও ভ্যাট দিতে হবে।