বাংলাদেশে শুটিং হলো অর্জুন-পরিণীতির গানের

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। দীর্ঘদিন পর নমস্তে ইংল্যান্ড সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। এ সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য বেশ কয়েকটি দেশে ঘুরেছেন নির্মাতারা। এমনকি বাংলাদেশেও হয়েছে এই গানের শুটিং।

‘তু মেরি ম্যায় তেরা’ শিরোনামের এই গানটি রোমান্টিক ঘরানার। এতে অর্জুন-পরিণীতির পরস্পরের প্রতি ভালোবাসার বিষয়টি দেখানো হবে। এটি নির্মাতা বিপুল শাহর ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল গান। এটি শুটিং করতে সময় লেগেছে ১১ দিন। এটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে পাঁচ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক ও সহ-প্রযোজক বিপুল শাহ বলেন, ‘গানটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা দেখাব অর্জুন ও পরিণীতি পাঞ্জাব থেকে লন্ডনে যাচ্ছেন। আমরা অনেক গবেষণা করে আমাদের গন্তব্যে পৌঁছানোর একটি রুট খুঁজে বের করি এবং এটি রিয়েল টাইমে ধারণ করেছি। আমরা পাঞ্জাবে যাত্রা শুরু করে বাংলাদেশ সীমান্ত, ঢাকা, ব্রাসেলস, ফ্রান্সের কালাইস চেকপোস্ট হয়ে প্যারিস ও লন্ডনে শেষ করেছি। গানে ১৮-২০টি স্থানের দৃশ্য রয়েছে। এমনকি সাগরের মাঝেও আমরা শুটিং করেছি।’

গানের বাজেট নিয়ে তিনি বলেন, ‘আমি কখনো অর্থের পরিমাণ নিয়ে কথা বলি না। তবে আমার নির্মিত সবচেয়ে ব্যয়বহুল গান এটি। যে গানে কোরিওগ্রাফার প্রয়োজন হয় না সেটি আমি পরিচালনা করি, আর ট্রাভেলিং নিয়ে গান লেখায় জাভেদ সাহেবের চেয়ে ভালো কে আছেন? এটি ইমোশনাল কিন্তু মানের দিক থেকে অনেক উঁচু একটি গান।’

২০১২ সালে ইশকজাদে সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন অর্জুন-পরিণীতি। দীর্ঘদিন পর নমস্তে ইংল্যান্ড সিনেমায় দেখা যাবে তাদের। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অর্জুন-পরিণীতির রসায়ন নিয়ে বিপুল শাহ বলেন, ‘ইশকজাদের পর এটি অর্জুন-পরিণীতির দ্বিতীয় সিনেমা। তারা খুব ভালো বন্ধু এবং সারাক্ষণ মজা করে। আমি তাদের টম ও জেরি বলি কারণ একসঙ্গে তাদের রসায়ন অনেক দারুণ লাগে এবং পর্দাতেও তা দেখা যাবে।’