বাংলাদেশ থেকে আইপি ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে আইপি ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান।

রোববার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সম্প্রতি ভুটান সফর করেছেন। এ সময় দুইদেশের মধ্যে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর উভয়দেশের মধ্যে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভুটান থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

ইতোমধ্যে তারা একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছে। প্রতিনিধিদল বিএসসিসিএল থেকে আইপি ব্যান্ডউইথ গ্রহণের বিষয়ে ভুটানের বিশেষ আগ্রহের কথা অবহিত করেছে।

এ ছাড়া সম্ভাব্যতা যাচাইসহ বিস্তারিত কারিগরি সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তারা বিএসসিসিএলএর বিভিন্ন POP ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

প্রতিনিধি দলটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।