বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করতে চায় থাইল্যান্ড

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করতে চায় থাইল্যান্ড।

বুধবার দুপুরে সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানিয়েছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত পামপিমন সুওয়ান্নাপংসে।

মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী থাইল্যান্ডে ইলিশ রপ্তানির বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

মন্ত্রী বাংলাদেশে রেকর্ড পরিমাণ ইলিশ আহরণসহ মৎস্য খাতের অবস্থা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন।

মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে উভয়ে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলেন। মন্ত্রী ছায়েদুল হককে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানান থাই রাষ্ট্রদূত।