বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১২ ডিসেম্বর খসড়া অনুমোদন দেওয়া হয়। ১৯৭৩ সালের রাইস রিসার্চ ইনস্টিটিউট অ্যাক্ট পরিমার্জন করে এ আইন প্রণয়ন করা হয়েছে।

কার্যাবলির মধ্যে রয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে বিভিন্ন গবেষণা; প্রয়োজনীয় সংখ্যক গবেষণাগার ও লাইব্রেরি প্রতিষ্ঠা; নতুন জাত ও কৃষকদের প্রশিক্ষণ, দেশি-বিদেশি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা।

এছাড়া নতুন জাত সংগ্রহ ও সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।

একটি পরিচালনা বোর্ড থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মহাপরিচালক হবেন বোর্ডের চেয়ারম্যান। বার্ক, কৃষি মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠান থেকে সদস্য নিয়ে বোর্ড গঠিত হবে। গবেষণার বিষয়বস্তু নির্ধারণ, নীতিগত সিদ্ধান্ত প্রদানসহ ৯ ধরনের কাজ করবে বোর্ড।