বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৯৭৩ সালের বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডারকে বাংলায় অনুবাদ করে আপডেট করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক অভিজ্ঞতাসম্পন্ন একজন চেয়ারম্যান ও অনধিক চারজন সদস্য নিয়ে কমিশন গঠন হবে। কমিশন সদস্য এবং চেয়ারম্যান সরকার কর্তৃক নির্ধারিত শর্ত দিয়ে নিয়োগ হবেন। চেয়ারম্যান হবেন প্রধান নির্বাহী।

কমিশনের কাজের মধ্যে রয়েছে- খাদ্য, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশের ক্ষেত্রে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ইলেকট্রনিক্স যন্ত্রপাতির নকশা তৈরি এবং ব্যবহারিক সামগ্রীর উন্নয়ন, শিক্ষা ও সেবাবিষয়ক কার্যক্রম পরিচালনা; পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন; গবেষণা ও উন্নয়ন; তেজস্ক্রিয় পদার্থ উৎপাদন, উত্তোলন ও বাজারজাত সম্পর্কিত অনেকগুলো কাজ আছে।

এছাড়াও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত অনেক বিষয় জড়িত রয়েছে।