বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র কুমারকে প্রধান করে এ কমিটি করা হয়।

কমিটি ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ৩০ তলা ভবনের ১৩ তলায় লাগা আগুনে বেশ কিছু ফাইল পুড়ে গেছে। এখানে বৈদেশিক লেনদেনসংক্রান্ত কাজ হয়। কমিটি করা হয়েছে। তদন্তেই আগুনের কারণ বেরিয়ে আসবে।’

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।