বাংলাদেশ-ভারত টেস্ট এক দিন পিছিয়ে গেল

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া একমাত্র টেস্টটি এক দিন পিছিয়ে দিল ভারত।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই তারিখ এক দিন পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছে।

ম্যাচ পিছিয়ে দেওয়া নিয়ে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘টেস্ট ম্যাচটি মূলত বুধবার মাঠে গড়ানোর কথা ছিল। তাই আমরা মনে করছি এক দিন পিছিয়ে বৃহস্পতিবার খেলাটি দিলে সব দিক থেকে ভালো হবে। যেন টেস্টে আমরা জনগণের ব্যাপক সাড়া পাই।’

আগামী ২৬ জানুয়ারি নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত একটি বিরতি শেষে ১ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।

এর আগে চারবার ভারত সফর করেছিল বাংলাদেশ। ১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৬ সালে ভারত সফরে যায় বাংলাদেশ। তবে দেশটিতে গিয়ে কোনো টেস্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে আসন্ন ঐতিহাসিক টেস্ট নিয়ে বেশ আগ্রহী দুদেশের ক্রিকেট ভক্তরাই।