বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন-২ উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর : শনিবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা অনুষ্ঠানিকভাবে মৈত্রী ট্রেন-২ এর উদ্বোধন করেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন-২ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর পাঁচটি বগির সুসজ্জিত এ ট্রেনটি যাত্রা শুরু করে কলকাতার উদ্দেশে।

পরীক্ষামূলক এ যাত্রায় সরকারি প্রতিনিধি দলের ৩৮ জন সদস্য কলকাতা গেছেন। অর্ধশত বছরেরও বেশি সময় পর প্রতিবেশী দুদেশের মধ্যে সরাসরি ট্রেন চালু হওয়ায় সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত।

এর আগে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছেড়ে আসে। দুদেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরো বাড়াতে চালু হওয়া ট্রেনটি বেলা সাড়ে ১১টায় বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। ৩৮ জন যাত্রী নিয়ে আসা সবাইকে স্বাগত জানান রেলমন্ত্রী মুজিবুল হক। সঙ্গে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রেনটি ভারতীয় ইঞ্জিন দিয়ে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে।

ট্রেনে খুলনা-কলকাতা ১৫০ কিলোমিটার রেলপথ মাত্র ৩ ঘণ্টায় চলাচল সম্ভব হবে বলে রেল কর্তৃপক্ষ জানায়। দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন চলাচল করবে। পরে ট্রিপ বাড়ানো হবে। তিন ঘণ্টার মধ্যে ব্যবসায়ী, পর্যটক, রোগী কলকাতায় পৌঁছাতে পারবে। দুদেশের মানুষ যাতে আরো অল্প খরচে, স্বল্পসময়ে ও নিরাপদে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধিসহ আন্তর্জাতিক ট্রান্স-এশিয়ান রেল রুটে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ। রেলপথে পণ্য আমদানি-রপ্তানি সুবিধাসহ যাত্রীবাহী ট্রেন চলাচল বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, ব্রিটিশ শাসনামলে ১৮৮৪ সালে ঢাকা স্টেট রেলওয়ে নামক কোম্পানির হাত ধরে খুলনা থেকে কলকাতার দমদম জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস চালু ছিল। ভারত বিভাগের কারণে ১৯৬৫ সালের পর এ সার্ভিস বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ স্বাধীন হবার পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিসের দাবি ছিল এ জনপদের মানুষের। দীর্ঘ ৫২ বছর পর ফের সচল হলো এ রুটটি। বহু কাঙ্ক্ষিত এ ট্রেন সার্ভিসটি চালু হওয়ায়  খুশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।