বাংলাদেশ ভ্রমণে আমিরাত প্রবাসীদের যেসব নির্দেশনা দিয়েছে দূতাবাস

করোনা ভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া দেশে ভ্রমনে না আসার আহবান জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। দূতাবাস থেকে ভ্রমণ সংক্রান্ত এক নির্দেশনায় এ আহবান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণে না আসার পরামর্শ দেয়া হচ্ছে।

তবে জরুরি প্রয়োজনে যারা বাংলাদেশ ভ্রমণ করবেন তাদের বাংলাদেশে পৌঁছানোর পরে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়া এই সময়ে বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় আমিরাত যাবে তাদের বিএমইটির রেজিস্ট্রেশন করতে বলছে দূতাবাস।

আমিরাতগামীদের এয়ারলাইন্স, আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের আরোপিত বিধি নিষেধ মেন চলতে আহবান জানিয়েছে দূতাবাস।