বাংলামোটরে পুলিশ সার্জেন্টের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : বাংলামোটরে পুলিশ সার্জেন্টের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রমনা থানায় ভুক্তভোগী সার্জেন্ট কায়সার হামিদ বাদী হয়ে এ মামলা করেন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ‘সার্জেন্টের মামলার নম্বর-২৬। একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনিই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’

ওসি আরো বলেন, ‘মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত শিক্ষার্থী ও দুটি দোতলা বাসের চালক, চালকের সহকারীকে আসামি করা হয়েছে।’

মামলায় অভিযোগ করা হয়, সোমবার বিকেল ৫টায় শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটর মোড়ে গিয়ে থামে। এ সময় কয়েকজন ছাত্র কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে থামিয়ে দোতলা বাস দুটিকে উল্টো দিকে নেওয়ার চেষ্টা করে। তখন সেখানে কর্তব্যরত সার্জেন্ট উল্টো পথে যেতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে আরো কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর শুরু করে।