বাউফলে খালে বাঁধ দেয়ায় এক ব্যক্তিকে দশ হাজার টাকাসহ সাত দিনের কারাদন্ড

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় খালে বাঁধ দেয়ায় আবুল বাশার (৩৫) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন। ২১.০২.২৪ইং তারিখ রোজ বুধবার উপজেলার ৭নং বগা ইউনিয়নের চাবুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আবুল বাশার ওই গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজের বাড়ির পাশে খালে ভেকু মেশিন দিয়ে বাঁধ তৈরি করে কৃষি জমি বৃদ্ধি করছিলেন আবুল বাশার। এ খবর পেয়ে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড অভিযান চালিয়ে ওই বাঁধ অপসারণ করেন।  একই সময় খালে বাঁধ তৈরির অপরাধে আবুল বাশারকে ৭ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আবুল বাশারকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।