বাউফলে নিমদি লঞ্চ ঘাট পল্টুনের গায়ে আর্জেন্টিনার পতাকা

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিশ্ব কাপ ফুটবল খেলা উপলক্ষ্যে কয়েক সমর্থক এবার লঞ্চ ঘাটের পন্টুনের গায়ে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকা একেঁ তাক লাগিয়ে দিয়েছেন। ঢাকা-টু বাউফলের কালাইয়া নৌরুটের নিমদি লঞ্চ ঘাট পল্টুনে তারা এ পতাকা একেঁছেন। নৌরুটের যাত্রীদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি নজর কাড়তে হাসান, তামিম ও সোহাগ  নামের স্থানীয়  তিন সমর্থক এই পতাকা একেঁছেন। এ কাজে তাদের তিন হাজার টাকা ব্যয় হয়েছে। টাকার চেয়ে তার মনের টানে নিজ হাতে এই পতাকা একেঁ তারা আনন্দ পেয়েছেন।
হাসান বলেন,‘ প্রিয় দলকে ভালোবাসি, তাই মন থেকে নিজ উদ্যোগে রং করেছি। সাথে সোহাগ ও তামিম ছিল। ভালোবাসা থেকে এত কিছু করা। প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। সে জন্যই এই কাজটি করা।’
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের সব বয়সের মানুষ। কয়েকশ লোক  প্রতিদিন এই নৌ রুটের চলাচল করেন। বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আর্জেন্টিনার সমর্থক  তাদের দলকে নানা ভাবে উপস্থান করলেও লঞ্চ ঘাট পল্টুনে পাতাকা আঁকার ঘটনাটি ছিল ব্যতিক্রম