বাউফল ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ ইং অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৪৮ লক্ষ ৭২ হাজার ৪শত ৫০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে মোট ১ কোটি ৪৭ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। বাজেটে মোট ১ লাখ ২ হাজার ৪ শত৫০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

গতকাল (বুধবার) বিকাল সাড়ে ৩ ঘটিকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনাতনে এ বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভালোবাসি বাউফল সভাপতি আশরাফ আলী খান (বাচ্চু), ইউপি সচিব হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় বাজেট ব্যবহার ও উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরজাহান বেগম, আফিদা বেগম। এ ছাড়া ইউনিয়ন পরিষদ সকল সদস্য, উন্নয়নকর্মী, রাজনৈতিক কর্মী, স্টাডিং কমিটি ও সাংবাদিক এ বাজেট ঘোষণায় অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বাজেট সর্ম্পকে ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান প্রতিনিধিকে জানান, প্রতি বছরের চেয়ে এ বছর বাজেট পরিমান বাড়ছে। তেমনি টেকসই উন্নয়ন হচ্ছে এলাকার অবকাঠামো। আসছে সচ্ছতা ও জবাবদীহিতা। তার প্রমান আজকের উম্মুক্ত বাজেট ঘোষণায় তৃনমূল জনগন অংশগ্রহন করছে।