বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৫ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।

এ পরীক্ষা শুক্র ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে। দেশের ৩৯০ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ তিন হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৬২ হাজার ২৮৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৫১৪ জন ছাত্রী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।