বাড়লো খালেদা জিয়ার মুক্তির সময় সীমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়লো আরও ৬ মাস। আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে দুপুর দুটার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ছয় মাসে বেগম জিয়া দেশের বাইরে যেতে পারবেন না। দেশের ভেতরে থেকেই বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এ মুক্তি দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।