বাণিজ্য মেলার সময় আরো ৪ দিন বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো ৪ দিন বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ফলে মেলা আগামী ৪ ফেব্রয়ারি পর্যন্ত চলবে।

চলতি বছরের প্রথম দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতির প্রভাব পড়েছে এবারের বাণিজ্য মেলায়। তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো ৫ দিন বাড়ানোর দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে মেলার সময় ৪ দিন বাড়ানো হলো।

গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা এখন শেষ হবে আগামী ৪ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, গত বছরও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ৪দিন বাড়ানো হয়েছিল।