বাতজ্বর কি

বাতজ্বর নিয়ে সাধারণ মানুষ তো বটেই, চিকিৎসাসেবীরাও নানা বিভ্রান্তিতে ভোগেন। বাতজ্বর থেকে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হয় এ রোগে। এ ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব, গলাব্যথা, বিশেষত ফ্যারিনজাইটিস রোগটির ঝুঁকি বাড়ায়।

বাতজ্বর কোন বংশগত রোগ নয়, কারন এটা বাবা মা থেকে বাচ্চার মধ্যে সংক্রমিত হয় না। যদিও একই পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে কারন জিন গত কিছু বৈশিষ্ট্য যা দ্বারা ষ্ট্রেপটোকক্কাল ইনফেকশন ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রামন হয়

বাতজ্বর এমন একটা রোগ যা স্ট্রেপটোকক্কাল ব্যাকটিয়া জনিত গলার প্রদাহে হয়ে থাকে। অ্যন্টিবায়োটিক আবিস্কারের পূর্বে উষ্ণ আবহাওয়া অঞ্চলে এই রোগের সংখ্যা বেশী ছিল। পৃথিবী ব্যাপী ১৫ মিলিয়ন লোক বাতজ্বরে জনিত হৃদরোগে আক্রান্ত যেখানে বছরে ২ লাখ ৮২ হাজার নতুন করে সংক্রামিত হয় এবং ২ লক্ষ ৩৩ হাজার মারা যায়।

বাতজ্বরের কারণ:
অস্বাস্থ্যকর ঘনবসতিপূর্ণ পরিবেশে শিশুরা স্ট্রেপটোকক্কাস নামক ব্যাকটেরিয়া বা জীবানু দ্বারা সহজেই আক্রান্ত হয়। স্ট্রোপটোকক্কাল পায়োজেন বা গ্রুপ “বিটা হেমোলাইটিক স্টোপটোকস্কাল ব্যাকটেরিয়া ইনফেকশনের ফলে শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া হয়। গলার প্রদাহ এই রোগের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যখন রোগের লক্ষনগুলো, সম্পর্কে বোঝা যায় না।

লক্ষণ:

  • শুরুতে কিছুদিন গলাব্যথা, কাশি, জ্বর দেখা দেয়। তারপর ২ থেকে ৩ সপ্তাহের বিরতি।
  • সাধারনত একটি বড় গিঁরা ব্যথা হয়ে ফুলে যাওয়া, কয়েকদিনের মধ্যে সেরে গিয়ে আরেকটি বড় গিঁরাতে আক্রমন।
  • গিঁরাগুলোতে আক্রমণ কালে ফুলে যাওয়া, তীব্র জ্বর এবং অত্যাধিক ব্যথার কারণে চলাফেরা করতে অসুবিধা হয়।
  • চামড়ায় লাল দাগ বা চামড়ার নিচে উঁচু গোটা হতে পারে।
  • শ্বাসকষ্ট, বুকে ব্যথা, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা দেখা দিতে পারে। হৃৎপিন্ড প্রদাহের ফলে বুক ধড়ফড় করা।
  • অল্প বয়সে রোগিটি হয় বলে শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
  • খাদ্য অরুচী , পায়ে পানি আসা, প্রচন্ড দূর্বলতা অনুভব হওয়া।
  • চামড়ার নীচে প্রদাহের ফলে লালচে দাগ বা ত্বকে ছোট ছোট উদ্ভেদ দেখা দেয়। মাস্তিস্ক প্রদাহের ফলে কাঁপুনি, খিঁচুনী দেখা দেয়। স্নায়ুর প্রদাহের ফলে অনিয়ন্ত্রিত অঙ্গ সঞ্চালন হওয়া