‘বাধা এলে কঠোরভাবে মোকাবেলা করা হবে’

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা এলে তা কঠোরভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে কুমিল্লা সিটি করপোরেশন ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণাকালে সাংবাদিকদের এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলগুলোর কাছে সহযোগিতা কামনা করছি।

সিইসি বলেন, ‘নির্বাচনে সবাই অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এছাড়া কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মও হয় না। আমরা চাই নির্বাচন প্রতিযোগিতামূলক হোক, সবাই অংশ নিক। এতে সুষ্ঠুভাবে ভোট হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন কারো অধীনে নয়। আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করব। কোনো বাধা এলে কঠোরভাবে তা মোকাবেলা করা হবে। আমাদের রিটার্নিং কর্মকর্তা, পর্যবেক্ষকরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোনো অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে।