বান্দরবানে মগ লিবারেশন পার্টির এক শীর্ষ নেতাকে অস্ত্রসহ আটক

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলা থেকে মন্টু মার্মা (২৯) নামে মগ লিবারেশন পার্টির এক শীর্ষ নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে জেলার রুমা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

আটক মন্টু মার্মা দীর্ঘদিন ধরে রুমার বিভিন্ন এলাকায় অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছে। মন্টু মার্মা গত বছর রুমা উপজেলার বাসাদেও পাড়ার কারবারি অপহরণের সঙ্গে জড়িত । এছাড়াও চলতি বছরের ২৫ জানুয়ারি পালিকাপাড়া থেকে ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত। মন্টুর বিরুদ্ধে রুমার দুই আদিবাসী কিশোরী ধর্ষণেরও অভিযোগ রয়েছে।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, আমরা ঘটনা শুনেছি, তবে এখনও আমাদের কাছে মন্টু মার্মাকে হস্তান্তর করা হয়নি।