‘বাবরকে একা ছেড়ে দেন, সে পাকিস্তান ক্রিকেটের বড় সম্পদ’

খেলা ডেস্কঃ এক বিতর্ক এড়াতে আরেক ঝামেলায় জড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ। বাবর আজমের ফোনকল রিসিভ করেন না এমন অভিযোগ থেকে বাঁচতে টিভিতে ফাঁস করেছেন পাকিস্তান অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ। এতে বিতর্কে জড়িয়েছেন পিসিবি বস। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস বিষয়টিকে ‘মর্মস্পর্শী’ বলে উলে­খ করেছেন।

বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে চারটিতে হেরেছে পাকিস্তান। যদি-কিন্তুর ওপর ঝুলে আছে তাদের সেমিফাইনাল-স্বপ্ন। দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে না পারার অভিযোগ এনে অধিনায়ক বাবরের সমালোচনা করছেন দেশটির সাবেক খেলোয়াড়রা।

পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ অভিযোগ করেন, ‘বাবরের ফোনকল রিসিভ করেননি পিসিবি বস জাকা আশরাফ।’ ওইদিনই অভিযোগ অস্বীকার করেন বোর্ড প্রধান। তবুও সমালোচনা বন্ধ হচ্ছিল না। অবশেষে তিনি এক টিভি চ্যানেলে বাবরের সঙ্গে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেন। যেখানে বাবরকে সালমান জিজ্ঞেস করেছিলেন, তিনি পিসিবি প্রধানকে ফোন করেছিলেন কি না। উত্তরে বাবর বলেছেন, ‘সালাম, সালমান ভাই। আমি স্যারকে কোনো ফোন করিনি।’

এই ঘটনার পর আবারও সমালোচনায় জড়িয়েছেন জাকা আশরাফ। প্রশ্ন উঠেছে তিনি কি বাবরের অনুমতি নিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছেন? বিষয়টির সমালোচনা করে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস এক টুইট বার্তায় লিখেছেন, ‘আপনারা কী করার চেষ্টা করছেন? এটা ‘মর্মস্পর্শী’! এখন আপনারা খুশি হয়েছেন? দয়া করে বাবরকে একা ছেড়ে দেন। সে পাকিস্তান ক্রিকেটের বড় সম্পদ।’