বাবার জন্যই এসব হয়েছে

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ক্যামেরার সামনে তাকে নানা চরিত্র রূপায়ন করতে দেখা গেছে। স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা ঘরে উঠেছে তার।

তবে প্রথমবারের মতো রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। কিছুদিন আগে বাবা সন্তু মুখার্জির সঙ্গে গাওয়া রবীন্দ্রসংগীতের এই অ্যালবামটি অনলাইনে মুক্তি পেয়েছে। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ শিরোনামের এই অ্যালবামের সিডি গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘বাবার কাজের কোনো আর্কাইভ আমার কাছে নেই। একার হলে হয়তো এত কিছু হতো না। বাবার জন্যই এসব হয়েছে। আর ফাইনালি মায়ের স্মরণে কিছু করতে পারলাম এটা ভেবেই ভালো লাগছে। সবই হলো কিন্তু মা দেখে যেতে পারল না।’

মোট ছয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। স্বস্তিকা গেয়েছেন তিনটি গান। সন্তু গেয়েছেন দুটি। একটি গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন বাবা-মেয়ে। এ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।

অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘আমার প্রাণের পরে চলে গেল কে’ শিরোনামের রবীন্দ্রসংগীতটি গেয়ে শোনান স্বস্তিকা।

দেখুন : বাবা-মেয়ের গাওয়া গানের মিউজিক ভিডিও