বার্সেলোনার সঙ্গে চুক্তি লিওনেল মেসির

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আপাতত নিরব রয়েছেন লিওনেল মেসি। প্রথম দিকে চুক্তির কথা বললেও এখন এ ব্যাপারে শান্ত রয়েছে কাতালান ক্লাবটিও। তবে সম্প্রতি আবারও ক্লাব ছাড়ার গুঞ্জন উঠার পর বার্সায় ভবিষ্যত নিয়ে মুখ খুলেছেন মেসি।

সম্প্রতি স্পেন ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলে মেসি যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে মেসি জানান, বার্সেলোনা যতদিন চাইবে ততদিনই থাকবেন তিনি।

বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন মেসি। চুক্তি নবায়ন না হলে আগামী মৌসুমেই বার্সা ছেড়ে নতুন ঠিকানায় যাবেন তিনি। বার্সাকে এখনো পরিস্কার করে কিছু বলেননি আর্জেন্টাইন সুপারস্টার।তবে এ ব্যাপারে একেবারেই উদ্বিগ্ন নন কাতালান দলটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। স্প্যানিশ গনমাধ্যমগুলোর জানায়, এ ব্যাপারটি নিয়ে নাকি হতাশ মেসি।

পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসির প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো দলগুলো আগ্রহী রয়েছে। তবে নিজের ভবিষ্যত নিয়ে মেসি বলেন, ‘আমি সব সময়ই বলেছি বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আমি ততদিনই এখানে থাকবে যতদিন তারা আমাকে চাইবে।’