‘বাসায় ফিরেছি, এখন ভালো আছি’

নিউজ ডেক্সঃ বিশ্রামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। সম্প্রতি হঠাৎ মাথা ঘুরে বাথ রুমে পড়ে যান তিনি। এরপর দ্রুত নগরীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন ভালো আছেন বলে জানিয়েছেন চাঁদনী।

এ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘গত ১৫ এপ্রিল বাথরুমে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এরপর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। আসলে গুরুতর কিছু না। পানিশূণ্যতার কারণে এমনটা হয়েছিল বলে জানিয়েছেন ডাক্তার।’

তিনি আরো বলেন, ‘গতকাল বাসায় ফিরেছি। এখন ভালো আছি। তবে আজকেও ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। এদিকে নৃত্যনাট্য মহুয়ার রিহার্সেল নিয়ে ব্যস্ত। অসুস্থতার কারণে বিগত দিনগুলো রিহার্সেলে যেতে পারিনি। আগামীকাল থেকে আবার রিহার্সেল শুরু করব। সবাই দোয়া করবেন।’

ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী পালাগান ‘মহুয়া’। মধ্যযুগের কবি দ্বিজ কানাইয়ের লেখা বিয়োগান্ত চিরায়ত প্রেমকথন অবলম্বনে একটি নৃত্যনাট্য মঞ্চায়নের ঘোষণা দিয়েছে নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্র।

সংগঠনের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২১ ও ২২ এপ্রিল নৃত্যনাট্যটি মঞ্চায়িত হবে। কবিরুল ইসলাম রতনের মনোজ্ঞ নৃত্য পরিকল্পনায় মহুয়া নৃত্যনাট্যটি অঙ্কিত। এতেই পারফর্ম করবেন চাঁদনী।

নৃত্যনাটক প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘মহুয়া আমাদের স্বপ্নের একটি প্রজেক্ট। অনেক দিন ধরেই আমরা ভালো কিছু করার জন্য পরিশ্রম করে যাচ্ছি। আশা করছি, ভালো কিছুই হবে।’

টেলিভিশন নাটকে খুব বেশি সরব নন চাঁদনী। তার অভিনীত ‘হাউজ ওয়াইফ’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক মাছরাঙা টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। তবে সময় সুযোগ হলে একক নাটকেও কাজ করছেন বলেও জানান চাঁদনী।