‘বাহুবলি টু’র রেকর্ড ভেঙে হাজার কোটির পথে ‘কেজিএফ টু’

বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছে ভারতের সিনেপ্রেমীরা। বক্স অফিসে থেমে নেই জয়রথ।

বক্স অফিস ইন্ডিয়ার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘কেজিএফ টু’র হিন্দি ভার্সন সব রেকর্ড ভেঙে দিয়েছে। এক সপ্তাহে ২৫০ কোটি রুপি (নেট ) সংগ্রহ করেছে সিনেমাটি। ভেঙেছে ‘বাহুবলি : দ্য কনক্লুসন’-এর রেকর্ড। প্রভাস অভিনীত ‘বাহুবলি টু’ প্রথম সপ্তাহে সংগ্রহ করেছিল ২৪৬.৫০ কোটি রুপি (নেট)।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, ‘বাহুবলি : দ্য বিগিনিং’-এর লাইফটাইম রেকর্ড ভেঙে দিয়েছে ইয়াশের ‘কেজিএফ টু’, সিনেমাটি সব মিলিয়ে সংগ্রহ করেছিল ৬৫০ কোটি রুপি। আর ‘কেজিএফ টু’ মাত্র পাঁচ দিনে বিশ্ব বক্স অফিসে ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ছয় দিনে সংগ্রহ করেছে ৬৭৬ কোটির বেশি। আর সাত দিনে ছুঁয়েছে ৭০০ কোটির মাইলফলক।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশের পাশাপাশি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনের ‘কেজিএফ টু’ আগামী সপ্তাহে এক হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে।

১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্র বিশ্লেষকেরা অনুমান করেছিলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। সেই অনুমান সত্যি হচ্ছে।

বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। করোনা-পরবর্তী সময়ে যা রেকর্ড। আগামী সপ্তাহে বেশ কিছু স্ক্রিন যুক্ত হচ্ছে।

ফিল্মিবিট ডটকমের খবর, ১০০ কোটি বাজেটের ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে ব্যবসা করেছে ৩৪৫ কোটি রুপি।