বাহুবলি-টু বিরুদ্ধে অভিযোগ

বিনোদন ডেস্ক : মুক্তির পর বক্স অফিস রীতিমতো শাসন করছে বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। এরই মধ্যে সিনেমাটি বেশ কয়েকটি রেকর্ড গড়েছে। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। তবে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের দায়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

আরেকাটিকা পোরাটা সমিতি নামের একটি সম্প্রদায় হায়দরাবাদের বানজারা হিলস থানায় বাহুবলি-টু সিনেমার একটি দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি করেছেন। দৃশ্যটিতে কাটাপ্পা তার সংলাপে বলেছেন, ‘কাটিকা চিকাটি’। যা সিনেমায় গালি হিসেবে ব্যবহার হয়েছে বলে অভিযোগ। তাদের মতে, কাটিকা কসাই সম্প্রদায়। সিনেমার সংলাপের মাধ্যমে তাদের হেয় করা হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রদায় তাদের অভিযোগে বলেছেন, ‘কাটিকা সম্প্রদায় মাংস ব্যবসার সঙ্গে জড়িত। সমাজের মানুষের কাছে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জন্য আমরা ছাগল, ভেড়া, মুরগীর মাংস বিক্রি করি। আমরা কঠোর, অমানুষ এবং অসামাজিক নয়, যেটা সিনেমাটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে।’

আরো অভিযোগ করা হয়েছে, সিনেমাটিতে এক ধরনের সমাজ বিরোধী বিষয় রয়েছে যা সম্প্রদায়টির ছেলেমেয়েদের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তারা সেন্সর বোর্ডের কাছে সংলাপটি বাদ দেয়ার জন্য অনুরোধ করেছেন। তবে অভিযোগ দায়ের করা হলেও এ বিষয়ে পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গেছে।

গত ২৮ এপ্রিল, ‍মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য কনক্লুশন। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৫৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। আরকা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ।