বাড়ছে দাম

অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর বাজারগুলোতে সবজির দাম গত এক সপ্তাহ ধরে একই রকম থাকলেও নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে আদা, রসুনসহ কয়েকটি পণ্যের দাম।

শুক্রবার রাজধানীর জিগাতলা, নিউমার্কেট, হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা। যা গত দুই সপ্তাহ আগে কেজিতে বিক্রি হতো ৪০-৫০ টাকায়। রসুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ (দেশি), আমদানি করা রসুন ১৭০ টাকা ও মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৪০ ও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মোটা চালের দাম আরো বেড়েছে। প্রতি কেজি গুটি স্বর্ণা ৩২-৩৪ টাকা ও বিআর২৮ ৩৬-৩৭ টাকা ছিল। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা বেড়ে স্বর্ণা ৩৪-৩৬ টাকা ও বিআর ২৮ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল। এসব চাল মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮-৫০ টাকায়।

চালের দাম বাড়ার বিষয়ে নিউমার্কেট বাজারের সফি এন্টারপ্রাইজের চাল বিক্রেতা সাহাবুদ্দিন জানান, প্রতিদিন বস্তা প্রতি চালের দাম ৩০-৪০ টাকা করে বাড়ছে। তবে কী কারণে বাড়ছে তার সঠিক কারণ বলতে পারেননি তিনি।

তিনি বলেন, ‘আমরা সরাসরি মিল মালিকদের কাছ থেকে চাল কিনি। তারা আমাদের কাছ থেকে বস্তা প্রতি দাম বাড়তি রাখছে। আমরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।’

এদিকে প্রতি কেজি করলা ৪০-৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, টমেটো ৯০ টাকা, বাধাকপি ৫০ টাকা (প্রতি পিস), ফুলকপি ৩০-৪০ টাকা (প্রতি পিস), চিচিঙ্গা ৪০ টাকা, শিম ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, আলু ২০-২২ টাকা, ধুন্দুল ৪০ টাকা, গাজর ৫০ টাকা ও পটল ৩৫ টাকা এবং প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, যা গত দুসপ্তাহ আগেও ৪০-৫০ টাকা ছিল। প্রতি হালি লেবু ২০-৪০ (মান ভেদে) এবং কাঁচকলা হালি ২৫-৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

নিউমার্কেট বাজারের সবজি বিক্রেতা জাকির জানান, কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যার কারণে সবজির সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। ফলে চাহিদার তুলনায় রাজধানীর পাইকারি বাজারে পণ্য সরবরাহে সঙ্কট রয়েছে। আর সরবরাহ ঘাটতির কারণেই গত দুই সপ্তাহ ধরে সবজির দাম বেশি ছিল। এখনো সে দামেই সবজি বিক্রি হচ্ছে।

ডিমের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি ডজন লেয়ার মুরগি ১০০ টাকা ও দেশি মুরগির ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুদি পণ্যের বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন প্রতি লিটার ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৬ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৭৮ টাকা। বেড়েছে ৮ টাকা।

কেজি প্রতি দেশি মসুর ডাল ১৪০ টাকা, ভারতীয় মোটা মসুর ডাল ৯৫-১০০ টাকা, মুগ ডাল ১০০-১১০ টাকা, বুটের ডাল ৪০ থেকে ৪৫ টাকা, মাসকলাই ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারেও দেখা গেছে স্থিতিশীল। প্রতি কেজি গরুর মাংস ৪৫০ টাকা, খাসির মাংস ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৪০ টাকায়, লেয়ার মুরগি ১৮০ টাকায়, পাকিস্তানি লাল মুরগি প্রতি পিস ১৯০-২৪০ টাকায় (আকার অনুযায়ী) পাওয়া যাচ্ছে।

এদিকে মাছ আকার ভেদে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০-৪৫০ টাকা, কাতল ৩০০-৫০০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ১৬০-১৮০ টাকা, প্রকার ভেদে চিংড়ি ৭০০-১০০০ টাকা, টেংরা ৮০০ টাকা, সিলভার কার্প ১৬০-২০০ টাকা, পাঙ্গাস ১৮০-২২০ টাকা, চাষের কৈ ২৫০-২৮০ টাকা, দেশি মাগুর ৬০০-৯০০ টাকা এবং আকারভেদে ইলিশ প্রতি জোড়া ১২০০-২২০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। তবে নিউমার্কেট বাজারে বড় আকারের ইলিশও পাওয়া যাচ্ছে। যা জোড়া প্রতি ৭ হাজার ৫০০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।