বিএনপির গোপন কথা জানতে তারাই যথেষ্ট

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির গোপন কথা জানতে বঙ্গভবনের কাছে আশ্রয় নিতে হবে না। বিএনপির গোপন কথা জানার জন্য তারাই যথেষ্ট।’

সোমবার বিকেলে রাজধানীর চকবাজার হোসেনী দালান চত্ত্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রোববার মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ২০ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিলে ওবায়দুল কাদের জানান, বিএনপি সার্চ কমিটিতে প্রাক্তন প্রধান বিচারপতি কে এম হাসানকে রাখার প্রস্তাব করেছে।

একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘সর্বৈব মিথ্যা’বলে দাবি করেন। তিনি বলেন, ‘তাহলে কি রাষ্ট্রপতি সাহেবের সঙ্গে ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের একটা গোপন যোগসাজশ আছে?’

মির্জা ফখরুলের প্রতিক্রিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। তিনি একেবারেই স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে বিএনপি প্রস্তাব পাঠিয়েছে একজন ব্যক্তির নাম উদ্ধৃত করে। এটা বঙ্গভবনের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগসাজশে গোপনীয়তা ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছেন। আবার তিনি বললেন, তারা কে এম হাসানের নাম পাঠাননি। ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। একদিকে তিনি বলছেন, গোপনীয়তা ভঙ্গ হয়েছে। আরেক দিকে বলছেন তারা নাম পাঠাননি। নামই যখন পাঠাননি তখন গোপনীয়ত ভঙ্গ হলো কীভাবে?’

‘আবার আমাকে বলেছেন বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিএনপির গোপন কথা জানতে বঙ্গভবনের সাথে যোগসাজশের আশ্রয় নিতে হবে না। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপিই যথেষ্ঠ। যাদেরকে নিয়ে সংলাপে গেলেন, তাদের সবাইকে কি মির্জা ফখরুল সাহেব বিশ্বাস করেন। অনেকেই মামলা ও জেল-জুলুমের ভয়ে গোয়েন্দাদের কাছে ঘরের কথা বলে দেয়। ফখরুল সাহেব, আপনার দলের অফিসে আপনার সামনে একজন আরেকজনকে সরকারের দালাল বলে না? আপনারা নিদেরকে আগে বিশ্বাস করুন। স্ববিরোধিতা পরিহার করে রাজনীতিটা ইতিবাচক ধারায় করুন’ বলেন ওবায়দুল কাদের।

ইসি নিয়ে রোববারের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি শুধু বলতে চেয়েছিলাম, আমাদের পছন্দের বা দলের লোক ইসিতে হবে না। কিন্তু বিএনপির ইতিহাস বলে তাদের সময় এসব সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় লোক ছিল। আমরা আওয়ামী লীগের লোক ইলেকশন কমিশনে চাই না, সার্চ কমিটিতেও চাই না।’

মরহুম এম এ আজিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মহানগর আওয়ামী লীগকে গতিশীল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসনে পল্টু, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান এবং মরহুম এম এ আজিজের ছেলে ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওমর বিন তামিম আজিজ।

যৌথভাবে সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন ও মামুনুর রশিদ শুভ্র।