বিএনপি অপপ্রচারে ব্যস্ত: কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি অপপ্রচারে ব্যস্ত। তারা সরকারের উন্নয়ন দেখে না। তারা পদ্মা সেতু দেখে এখন দিশেহারা। তারা বলছে, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। যখন শেখ হাসিনা সরকার পদ্মা সেতুসহ বড় বড় উন্নয়ন প্রকল্প শেষ করছে, তখনই তারা আওয়ামী লীগের অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘ডিসেম্বরে খেলা হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট ডাকাতি, অপপ্রচার, ভুয়া ভোটার তালিকা, অপরাজনীতির বিরুদ্ধে খেলা হবে।’ এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কাদের।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।