বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন: এমপি আফতাব

আল-আমিন, নীলফামারী: এই শুনি খালেদা জিয়া যায় যায় অবস্থা। তারেক জিয়াও পালিয়ে বেড়াচ্ছে। তাহলে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন।  তাই ফকরুলদের কথায় কান না দিয়ে উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সোমবার সকালে  নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনে সোয়া কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চারতলা ভিতবিশিষ্ট্য ভবনটির  বাস্তবায়ন করবে।
ডোমার বালিকা বিদ্যা নিকেতন চত্বরে এ উপলক্ষে এক  আলোচনা সভা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় বক্তব্য দেন।
এসময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহীদ আহম্মেদ শান্তু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক,প্যানেল মেয়র সেলিম রেজা প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক,ছাত্রীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর দুপুরে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডোমার বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,  ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, প্রধান শিক্ষক দিনেশ রায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম বলেন, প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটার বাস্তবায়ন করে।