বিএনপি নেতা প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ফেনীতে এক বিএনপি নেতা ও তার ছেলেকে প্রকাশ্য জনসভায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

শনিবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফেনীর ছাগলনাইয়ায় প্রকাশ্য জনসভায় বিএনপি নেতা নুর আহম্মদ মজুমদার ও তার বড় ছেলে মো. নুরুল আফসার মজুমদার টিটুকে গুম করাসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ করেন, নুর আহম্মদের দুটি মসজিদ ভেঙে ফেলার কথা বলেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার দলীয় নেতাদের দাম্ভিকতা বর্তমানে এতটাই সীমাহীন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, প্রকাশ্য জনসভায় বিএনপির নেতা-কর্মীদের হত্যার হুমকি দিতেও তারা দ্বিধা বোধ করছে না।’

‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় রাষ্ট্রক্ষমতা ধরে রেখে ক্ষমতার স্বাদ চিরদিন ভোগ করার প্রবল বাসনা আওয়ামী লীগকে অহঙ্কারী করে তুলেছে। গায়ের জোরে ক্ষমতা আগলে রেখে ভয়াবহ দুঃশাসন চালানোর পথেই অগ্রসর হচ্ছে বর্তমান জনবিচ্ছিন্ন সরকার,’ বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনা আওয়ামী লীগের নেতা-কর্মীদের কতটা বেপরোয়া ও হিংস্র করেছে তা সহজেই অনুমেয়। নুর আহম্মদ মজুমদারের সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করতে স্থানীয় থানা পুলিশের অস্বীকৃতি প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক।’

নুর আহম্মদ মজুমদারের জিডি গ্রহণ না করার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি অবিলম্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।