বিএনপি পাকিস্তানের এজেন্ট: শেখ সেলিম

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা পাকিস্তানের এজেন্ট।

আজ শুক্রবার বিকেলে ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ কথা বলেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। তাদের বাংলাদেশের মানুষ কখনো ভোট দিবে না।, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, পাকিস্তানের এজেন্ট। বিএনপির গণতন্ত্র হলো, মুচলেকা দেওয়া গণতন্ত্র এবং মানুষ মারার গণতন্ত্র।

আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে হাজির হন। এসময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

এরপরে তাঁকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হওয়ার পরে নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতা লক্ষ করা গেছে।