বিএনপি বোমা মেরে মানুষ খুন করে। তাই জনগণ তাদের ভয় পায়

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি বোমা মেরে মানুষ খুন করে। তাই জনগণ তাদের ভয় পায়।’

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘রাজধানীতে কোনো সভা-সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে গোয়েন্দা তথ্যকে আমলে নেওয়া হয়। বিএনপি এর আগেও সভা-সমাবেশের নামে রাজধানীতে সহিংসতা করেছে। কাজেই অনুমতি দেওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তার বিষয়কে বিবেচনায় নেয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও রাজধানীতে কোনো সভা-সমাবেশ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।’

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য খালেদা জিয়ার আহ্বানের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সেদিন দেশে কোনো বিপ্লব হয়নি। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর হেঁটে জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করেন। এ রকম একটি বেদনাবিধুর দিনে খালেদা জিয়া উৎসবের ডাক দেবেন, তা এ দেশের জনগণ মেনে নেবে না।’

নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রতি খালেদা জিয়ার আহ্বানের প্রসঙ্গে তিনি বলেন, ‘দয়া করে সংবিধান পড়ুন। দেখুন, সেখানে কী লেখা আছে? সংবিধান অনুযায়ী, এটি মহামান্য রাষ্ট্রপতির কাজ।’

১০ টাকায় চাল বিতরণ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় আসছে দেশের প্রায় ৩ কোটি দরিদ্র মানুষ। চাল বরাদ্দের ক্ষেত্রে দলীয় পরিচয়কে আমলে আনা হচ্ছে না। দরিদ্র আওয়ামী লীগ কর্মী যেমন এ চাল পাচ্ছেন, বিএনপির দরিদ্র কর্মীও তেমনই এ চাল পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় সরকারের এই মহতী উদ্যোগের প্রশংসা করবেন, তা না করে তিনি লাগাতার সরকারের এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছেন, যা দুঃখজনক।’