বিএফডিসির ল্যাবের পেছনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিনোদন প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুর থেকেই বিএফডিসির ল্যাবের পেছনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এছাড়া তাদেরকে ধারালো অস্ত্রসহ মারামারি করতেও দেখা গেছে। এতে অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, আবির চৌধুরী, সনি রহমানসহ অনেকে। তবে এসব বাস্তবের কোনো ঘটনা নয়। ‘রাগী’ সিনেমার দৃশ্যের প্রয়োজনেই এসব করা হয়েছে বলে সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান জানান।

এ প্রসঙ্গে মিজানুর রহমান মিজান বলেন, ‘সিনেমার হিরো আবির চৌধুরীর মাকে তার শত্রু পক্ষের দুইটি গ্রুপ মারতে আসে। এমন দৃশ্যের শুটিং করা হয়েছে। একটি গ্রুপ হচ্ছে শতাব্দী ওয়াদুদের, আর অন্যটি হলো চিত্রনায়িকা মুনমুনের গ্রুপ।’

তিনি আরো বলেন, ‘মারামারির দৃশ্য দুপুরে শেষ করেছি। এখন কিছু রোমান্টিক দৃশ্যের শুটিং করব। এরপরে এ লটের শুটিং শেষ করা হবে। তারপর গানের দৃশ্যের কাজ করব।’

মিজানুর রহমান মিজান পরিচালিত এ সিনেমায় চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে অভিনয় করছেন নবাগত চিত্রনায়ক আমির চৌধুরী।

২০১৩ সালে নির্মাতা কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌমিতা। সিনেমাটি মুক্তির পর চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’, সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’, শামীমুল ইসলাম শামীমের ‘একমুঠো স্বপ্ন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তিনি এখন ‘গোপন সংকেত’ সিনেমার শুটিং করছেন।