বিএসএমএমইউতে চিকিৎসকদের দুই গ্রুপে ধাক্কাধাক্কি

নিজস্ব প্রতিবেদক : ২০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন ও প্রক্টর হাবিবুর রহমানের গ্রুপের মধ্যে এ ধাক্কাধাক্কি হয়।

বিএসএমএমইউয়ের কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকাল ১০টার দিকে উপাচার্য কামরুল হাসান খানের কক্ষে বৈঠক চলছিল। এ সময় প্রক্টরের সঙ্গে উপ-উপাচার্যের কথা-কাটাকাটি হয় এবং তা থেমেও যায়। এর জের ধরে উপ-উপাচার্যের সমর্থক চিকিৎসকরা মারমুখী হয়ে বেলা ১১টার দিকে প্রক্টরের কক্ষে যান। সেখানে তাকে না পেয়ে তাকে পাওয়া যেতে পারে এমন সব জায়গায় খুঁজতে থাকেন। এদিকে এ খবর দ্রুত চিকিৎসক ও কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং প্রক্টরের সমর্থক চিকিৎসকরাও চলে আসেন। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হয়ে পড়লে শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় সিনিয়র চিকিৎসকরা এগিয়ে এসে উভয় পক্ষকে সরিয়ে দেন।

এ ঘটনায় চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার। তিনি অারো জানান, শনিবার বিএসএমএমইউএর বহির্বিভাগে ৪ হাজার ১৫৫ জন রোগী দেখা হয়েছে।

ভিসির কার্যালয়ের একজন কর্মী জানান, নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর লিখিত পরীক্ষা হয়। ৮০০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ৭৩ জন টাঙ্গাইল জেলার। মৌখিক পরীক্ষা চলাকালীন ভিসিকে উদ্দেশ করে বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। মূলত লিখিত পরীক্ষায় টাঙ্গাইলের ৭৩ জনের উত্তীর্ণ হওয়া নিয়েই এই দ্বন্দ্ব।

এর আগে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, উপ-উপাচার্যের (শিক্ষা) উত্থাপন করা অভিযোগ সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মর্যাদাহানিকর।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১৯ জানুয়ারি উপ-উপাচার্য ও প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর তিনি প্রক্টরের অফিসে গিয়ে তাকে ডাকাডাকি করেন, হইচই করেন, গালিগালাজ করেন এবং দরজায় সজোরে ধাক্কা মারেন। সেখানে প্রক্টরকে না পেয়ে সি ব্লকের চারতলায় ইউরোলজি বিভাগে প্রক্টরের ক্লিনিক্যাল রুমে গিয়ে হইচই করেন, দরজায় লাথি মারেন।

শনিবারের ঘটনার ব্যাপারে উপাচার্য কামরুল হাসান খানের কাছে ফোন করা হলে তিনি মিটিংয়ে রয়েছেন জানিয়ে বলেন, ঘণ্টাখানেক পরে কথা বলতে পারবেন।

মিটিং শেষে বেরিয়ে উপাচার্য কামারুল হাসান খান বলেন, নার্স নিয়োগে কোনো দুর্নীতি হচ্ছে না। যে সংকট চলছে, আগামী মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠকে সে বিষয়ে আলোচনা করা হবে। আশা করি, সংকট কেটে যাবে।