বিএসসি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করা সংক্রান্ত রেকর্ড ডেট আজ

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করা সংক্রান্ত রেকর্ড ডেট আজ বুধবার।

চলতি মাসের শুরুর দিকে এই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।

এর আগে, শিপিং করপোরেশনের শেয়ার অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করার চূড়ান্ত অনুমোদন পায়। ২ মে, মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ কোম্পানিটির অভিহিত মূল্য পরিবর্তিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসির অনুমোদন সাপেক্ষে শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করা সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৩১ মে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন, ২০১৭ এর ১৮ ধারা এবং বিএসইসির আদেশ পরিপালনের জন্য কোম্পানিটির পর্ষদ অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়।

এদিকে রেকর্ড ডেট সামনে রেখে গতকাল মঙ্গলবার বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার উল্লেখযোগ্য হারে ক্রয় করেছেন। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দর বাড়ার পাশাপাশি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

মঙ্গলবার কোম্পানিটির মোট ১৭ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এ সময় ২ লাখ ৮৩ হাজার ৭২৩টি শেয়ার ৩ হাজার ৭৬৩ বার হাতবদল হয়। এদিন কোম্পানিটির শেয়ার ২.০৩ শতাংশ বা ১২.২০ টাকা বেড়ে সর্বশেষ ৬১৪ টাকায় লেনদেন হয় আর সমাপনী দর নির্ধারণ হয় ৬১৪.৪০ টাকা।

এ ছাড়া শেয়ার ১০ টাকা হবে এমন খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ার দর গত ৪ মাসে ৪৩৮ টাকা থেকে ৪০ শতাংশ বেড়ে ৬১৪ টাকা পর্যন্ত উঠেছে। এর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ ৬২৫ টাকা পর্যন্ত উঠেছিল।