বিচারপতি অপসারণে সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে

নিজস্ব প্রতিবেদক : বিচারপতি অপসারণ সংক্রান্ত ১৬তম সংশোধনী হাইকোর্টে বাতিল হওয়ায় বর্তমানে বিচারপতি অপসারণে সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে।

এমতাবস্থায় উচ্চ আদালতের কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসলে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। তবে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করা হবে।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। তবে সব কিছু সর্বোচ্চ আদালতের ওপর নির্ভর করছে।’

তিনি আরো বলেন, ‘৭২ এর মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রচেষ্টা ১৬তম সংশোধনীর মাধ্যমে সম্পন্ন হয়েছে।’

মাহবুবে আলম বলেন, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান পাকিস্তানের আইয়ুব খান করেছিলেন। সেটাতে আমরা যদি ফিরে যাই, তাহলে এত ত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা বৃথা হয়ে যাবে।’

অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে এত লোকের প্রয়োজন আছে বলে মনে করি না।’