বিচারপতি আনোয়ারুল হকের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার ‍জুমার নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ পড়ান হাইকোর্ট মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ সলিমুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে জুরাইন কবরস্থানে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আনোয়ারুল হক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর থেকে দেশে আসার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার বিচারপতি আনোয়ারুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হক পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১০ সাল থেকে তিনি ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বিচারকাজে নিয়োজিত ছিলেন।

বিচারপতি আনোয়ারুল হক স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার কোনো সন্তান নেই।